স্বতন্ত্র মনোনয়নপত্র কেনায় ধামরাইয়ে বিএনপিনেতা বহিষ্কার
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়ার জন্য মনোনয়নপত্র কেনায় ঢাকার ধামরাইয়ে এক বিএনপিনেতাকে বহিষ্কার করা হয়েছে। আজ শনিবার (২৫ নভেম্বর) সকালে দলটির কেন্দ্রীয় দপ্তর সহসম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু ধামরাই পৌরসভা বিএনপির সভাপতি। তিনি আঞ্চলিক নির্বাচন কার্যালয় থেকে স্বতন্ত্র প্রার্থী হতে মনোনয়নপত্র কেনেন।
বিএনপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে ঢাকা জেলার ধামরাই পৌর বিএনপির সভাপতি দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জুকে দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।’
এ বিষয়ে দেওয়ান নাজিম উদ্দিন মঞ্জু বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছি। এজন্যই দলের শীর্ষ নেতারা আমার সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করেছেন।