আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে ফেলার শক্তি বিএনপির নেই : স্বাস্থ্যমন্ত্রী
বিএনপিকে উদ্দেশ্য করে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আপনারা (বিএনপি) এই সরকারকে ধাক্কা দিয়ে ফেলে ক্ষমতায় আসতে চান। এত সহজ নয়, এই আওয়ামী লীগ এই দেশ স্বাধীন করেছে। তাদেরকে ধাক্কা দিয়ে ফেলার শক্তি আপনাদের নেই।’
মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর উচ্চ বিদ্যালয়ে গতকাল শুক্রবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় এক মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
জাহিদ মালেক বলেন, ‘জ্বালাও-পোড়াও করলে কখনও ভোট আসে না। মানুষের ক্ষতি করে, হত্যা করে কখনো ভোট পাওয়া যায় না। আপনারা জানেন, নির্বাচনে আসলে আপনাদের (বিএনপি) বহু লোকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। আপনাদের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই। এটা জানেন বিধায় নির্বাচনে আসেন না।’
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘দেশের মানুষ শেখ হাসিনার সঙ্গে আছে। উন্নয়নের পক্ষে আছে। এ জন্যই বর্তমান সরকার মজবুত অবস্থায় আছে।’ এ সময় বিএনপিকে নির্বাচনে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘নির্বাচনে আসুন এবং সন্ত্রাসের পথ পরিহার করুন। জ্বালাও-পোড়াও বন্ধ করুন। শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক আমরা এটাই আশা করি।’