ট্রেন লাইনচ্যুত, কিশোরগঞ্জের কয়েক রুটে রেল যোগাযোগ বন্ধ
কিশোরগঞ্জে একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় জেলার কয়েকটি রুটে বন্ধ রয়েছে রেল যোগাযোগ। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেলে ঢাকায় যাওয়ার পথে কিশোরগঞ্জ এক্সপ্রেস নামে ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি কটিয়াদি উপজেলার গচিহাটা স্টেশনে পৌঁছার পর লাইনচ্যুত হয়।
কিশোরগঞ্জ রেল স্টেশনের স্টেশন মাস্টার মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিকেলে জেলার কটিয়াদি উপজেলার গচিহাটা রেলস্টেশন পয়েন্টে এ ঘটনা ঘটে। এতে জেলার সঙ্গে কয়েকটি রুটের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছে আটকে পড়া ট্রেন দুটির যাত্রীরা।
স্টেশান মাস্টার মিজানুর রহমান জানান, বিকেল ৪টায় কিশোরগঞ্জ স্টেশন থেকে ঢাকাগামী কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে যায়। বিকেল ৪ টা ২০ মিনিটে কটিয়াদির গচিহাটা স্টেশনে পৌঁছার পর ট্রেনটির ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়।
গচিহাটা স্টেশন মাস্টার শাহাবুদ্দিন ফকির জানান, ক্রসিংয়ের জন্য আগে থেকে একই লাইনে অপেক্ষা করছিল চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহগামী বিজয় এক্সপ্রেস। এ সময় কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি অপর লাইনে আসার সংকেত বুঝতে না পেরে একই লাইনে ঢুকে পড়ে। যদিও চালক শেষ মুহূর্তে ট্রেনটি থামাতে সক্ষম হয়। তবে, ইঞ্জিন ও দুটি বগি লাইনচ্যুত হয়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর লাইনচ্যুত ইঞ্জিন ও বগি স্থানান্তরের কাজ শুরু হবে বলেও জানান শহাবুদ্দিন ফকির।