অস্ত্র ছিনতাই মামলায় বিএনপিনেতা আলালের জামিন নাকচ

Looks like you've blocked notifications!
সিএমএম আদালত। এনটিভির ফাইল ছবি

রাজধানীর পল্টন থানায় দায়ের করা অস্ত্র ছিনতাই ও পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘর ভাঙচুরের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালের জামিন নাকচ করেছেন আদালত। 

আজ বুধবার (২৯ নভেম্বর) ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ফয়সাল আতিক বিন কাদের এই আদেশ দেন। 

এর আগে গত ৬ নভেম্বর ঢাকার সিএমএম আদালত আলালের জামিন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

নথি থেকে জানা গেছে, গত ২৮ অক্টোবর বিকেল ৩টা ১০ মিনিটে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের প্রত্যক্ষ নির্দেশনায় এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা পলাতক আসামিরা পল্টন থানা এলাকায় পুলিশ ক্যান্টিনে ভাঙচুর করে এবং পুলিশের মুক্তিযুদ্ধ জাদুঘরে ইটপাটকেল মেরে জাদুঘরের গ্লাস ভেঙে ক্ষতিসাধন করে। মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। চানমারী পুলিশ লাইন্সের ডিউটি পোস্টে অগ্নিসংযোগসহ ইটপাটকেল নিক্ষেপ করে। এ ঘটনায় গত ১ নভেম্বর রাজধানীর পল্টন থানায় পুলিশ বাদী হয়ে মামলাটি করে। এ মামলায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে প্রধান আসামি করা হয়।