বিএনপিই নেতাদের কারাগারে আবদ্ধ করে রেখেছে : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির মূল নেতৃত্ব দলের নেতাদের কারাগারে আবদ্ধ করে রেখেছে, তাদেরকে নির্বাচনে অংশ নিতে দেয় না।
আজ বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তথ্যমন্ত্রী।
এসময় তিনি মার্কিন যুক্তরাষ্ট্র সরকারের মেমোরেন্ডাম, টিআইবির প্রতিবেদন ও বিএনপির কর্মসূচিসহ বিভিন্ন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নেরও জবাব দেন।
তথ্যমন্ত্রী বলেন, বিএনপির নির্বাচন বর্জনের সাথে দলটির অনেক নেতাই একমত নন। এ পরিস্থিতিতে বিএনপি নামক দলটি কারাগারে নেতাদের বন্দি রেখেছে। সিদ্ধান্ত হয় লন্ডন থেকে। এমন পরিস্থিতিতেও অনেকে মনোনয়নপত্র জমা দিয়েছে।
তথ্যমন্ত্রী বলেন, কিছু পত্রিকা ধূম্রজাল তৈরি করে মার্কিন বাণিজ্য নিষেধাজ্ঞার ব্যপারে। আমেরিকায় পোশাকশিল্পে রপ্তানি বাড়ছে।
টিআইবিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, একটা দল অংশ না নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না, এটা তাদের চিন্তারর দৈন্যতা। দ্বাদশ নির্বাচনে জনগণ আগের থেকে বেশি অংশ নেবে।