শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া দেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না : তাজুল ইসলাম
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/01/taajul-islaam.jpg)
আসন্ন দ্বাদশ জাতীয় সংবাদ নির্বাচনে ভোট দিতে ভোটারদের উৎসাহ উদ্দীপনা নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। একইসঙ্গে নৌকা প্রতীকের প্রার্থী অর্থাৎ, আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের বিজয়ী করার আহ্বানও জানান তিনি। মন্ত্রী বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না।’
রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এলাকসাম-মনোহরগঞ্জ পেশাজীবী পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আজ শুক্রবার (১ ডিসেম্বর) এসব আহ্বান জানান মন্ত্রী।
তাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রা সামনের দিকে এগিয়ে নিতে এবারও মানুষ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়যুক্ত করবে। দেশের মানুষ শান্তি চায়, উন্নয়ন চায়। তাই আবারও দেশের জনগণ শেখ হাসিনাকে ক্ষমতায় দেখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে বদলে যাওয়া বাংলাদেশের মানুষ আর পেছনের দিকে যাত্রা করবে না।’
মন্ত্রী বলেন, ‘গ্রামের মানুষকে বঞ্চিত করে উন্নত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। তাই প্রধানমন্ত্রী দেশের প্রতিটি গ্রামে শহরের সমস্ত সুবিধা পৌঁছে দিয়েছেন। এখন শতভাগ বিদ্যুতায়ন ও দ্রুতগতির ইন্টারনেট সেবা প্রধানের ফলে গ্রামের যুব সমাজও ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছে। অনেক যুবক-যুবতী প্রথাগত চাকরি না খুঁজে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক উন্নতিতে ভূমিকা রাখছে।’
এ সময় তাজুল ইসলাম বিগত পাঁচ বছরে লাকসাম-মনোহরগঞ্জের অবকাঠামোগত উন্নয়নের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, ‘যোগাযোগ বিচ্ছিন্ন দুর্গম এই অঞ্চলের উন্নয়নে কি করা হয়েছে তা আপনারা অতীত ও বর্তমানের তুলনা করলেই বুঝতে পারবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের আমি বলব, মানুষের দ্বারে দ্বারে গিয়ে তা জানাতে হবে। কারণ, বিএনপি-জামায়াত মানুষকে বিভ্রান্ত করতে নানা রকম অপপ্রচার চালায়।’