এলপিজির দাম নির্ধারণ আজ

Looks like you've blocked notifications!
গ্যাসের সিলিন্ডারের ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আজ নির্ধারণ করা হবে। রোববার (৩ ডিসেম্বর) বিকেলে চলতি মাসের জন্য এলপিজির দাম ঘোষণা করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

গত শুক্রবার বিইআরসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রোববার (৩ ডিসেম্বর) বিকেল ৩টায় রাজধানীর কাওরান বাজারে টিসিবি ভবনে সংবাদ সম্মেলন করে ডিসেম্বরের জন্য এলপিজির দাম ঘোষণা করা হবে।

সর্বশেষ গত ২ নভেম্বর সংবাদ সম্মেলন করে এলপিজির দাম ঘোষণা করেছিল বিইআরসি। গত মাসে  ১২ কেজির প্রতিটি সিলিন্ডারের দাম ৫১ টাকা বাড়িয়ে এক হাজার ২৫১ টাকা করা হয়েছিল। এর আগে অক্টোবরে এলপি গ্যাসের ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা কমিয়ে এক হাজার ২০০ টাকা নির্ধারণ করেছিল বিইআরসি।