নিম্ন আদালতে সারা দেশে ভ্যাকেশন জজ নিয়োগ
সারা দেশের অধস্তন আদালতে ডিসেম্বর মাসজুড়ে দেওয়ানি অবকাশ শুরু হয়েছে। এ সময় জরুরি বিষয়গুলোর বিচারকাজ পরিচালনার জন্য জেলা ও মহানগরে ভ্যাকেশন জজ নিয়োগ করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন দিয়েছে আইন মন্ত্রণালয়। এক প্রজ্ঞাপনে সাত জন ও অপর প্রজ্ঞাপনে ৬২ জন ভ্যাকেশন জজ নিয়োগের কথা বলা হয়েছে। এর মধ্যে এক জেলায় অতিরিক্ত দায়িত্ব পালন করবেন আরেক জেলার ভ্যাকেশন জজ।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে ২০২৩ সালের ডিসেম্বর মাসে দেওয়ানি আদালত অবকাশকালে জুডিসিয়াল সার্ভিসের বর্ণিত বিচারকদের সংশ্লিষ্ট জেলায় (দায়রা জজ আদালত, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল, বিশেষ জজ আদালত, জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল, সাইবার ট্রাইব্যুনাল এবং মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালসহ) জরুরি দেওয়ানি ও ফৌজদারি মামলাগ্রহণ এবং উদ্ভূত জরুরি বিষয়গুলো শুনানি ও নিষ্পত্তি করার জন্য ভ্যাকেশন জজ নিয়োগ করা হলো।’
এ বিচারকরা ফৌজদারি কার্যবিধির ৪৩৫ ধারার অধীন পুনর্বিবেচনার দরখাস্ত ছাড়া সব ফৌজদারি আবেদন ও মামলার নিষ্পত্তি করতে পারবেন। এছাড়া শিশু আইনের আওতায় গঠিত শিশু আদালতের কার্যক্রম পরিচালনা করতে পারবেন বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।