বিমান বাহিনীর নব বিমানসেনা দলের কুচকাওয়াজ

Looks like you've blocked notifications!
বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান কৃতিত্বের ট্রফি বিতরণ করেন। ছবি : আইএসপিআর

বিমান বাহিনীর ৫১তম নব বিমানসেনা দলের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৫ ডিসেম্বর) মৌলভীবাজারের শমশের নগরে অবস্থিত রিক্রুটস্ ট্রেনিং স্কুলে (আরটিএস) এই কুচকওয়াজ অনুষ্ঠিত হয়। এতে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। পরে তিনি প্রধান রিক্রুটদের মধ্যে ট্রফি বিতরণ করেন।

শেখ আব্দুল হান্নান সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ও কিলো ফ্লাইটের সদস্যবৃন্দসহ সব বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

বিমান বাহিনী প্রধান বলেন, জাতির পিতার সোনার বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রীর সাহসী ও দৃঢ় নেতৃত্বে ‘ফোর্সেস গোল-২০৩০’ এর আওতায় বালাদেশ বিমান বাহিনীতে আরও আধুনিক বিমান, অত্যাধুনিক সমরাস্ত্র ও মুখ্য যন্ত্রপাতি সংযোজনসহ অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বিমান বাহিনীর সদস্যগণ প্রথমবারের মতো দেশেই তৈরি করেছেন প্রশিক্ষণ বিমান। 

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার মহান দায়িত্ব পালনের পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা ও জাতি গঠনে বিমান বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তজার্তিক পর্যায়ে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে বলেও জানান শেখ আব্দুল হান্নান। 

বিমান বাহিনী প্রধান রিক্রুটদেরকে সততা, একাগ্রতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বিমান বাহিনীর যোগ্য বিমানসেনা হিসেবে নিজেদেরকে গড়ে তোলার আহ্বান জানান। 

এ কুচকাওয়াজের মধ্য দিয়ে আজ মোট ৩৯৮ জন রিক্রুট বাংলাদেশ বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত হলো। এর মধ্যে ৩৫৯ জন পুরুষ ও ৩৯ জন নারী।