আদম তমিজি হক আটক, রয়েছেন ডিবি কার্যালয়ে
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/09/adam-tamiji.jpg)
হক গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আদম তমিজি হককে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আজ শনিবার (৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
ডিবির একটি সূত্র আজ রাতে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন। নামপ্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানিয়েছে, ডিবি কার্যালয়ে আদম তমিজি হককে বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, প্রধানমন্ত্রীকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে এই ব্যবসায়ীর বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা রয়েছে।
এর আগে গত ১৬ নভেম্বর রাত ৯টার দিকে তমিজি হকের বাসায় অভিযান চালিয়েছিল র্যাব–১–এর একটি দল।
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজের পাসপোর্ট পুড়িয়ে এবং আওয়ামী লীগের এক নেতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে আলোচনায় আসেন। এরপর তাকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়। আদম তমিজির যুক্তরাজ্যের নাগরিকত্ব রয়েছে।