হাদিকে হত্যার নির্দেশদাতার নাম প্রকাশ করল পুলিশ
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যার নির্দেশদাতার নাম প্রকাশ করেছে পুলিশ।
আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর ডিএমপি মিডিয়া সেন্টারে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার চার্জশিট প্রদান সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম নির্দেশদাতার নাম প্রকাশ করেন।
শফিকুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডের প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। এই হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে সাবেক ওয়ার্ড কমিশনার তাইজুল ইসলাম বাপ্পীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
এখন পর্যন্ত গ্রেপ্তার হওয়া বাকি আসামিরা হলেন মামলার প্রধান অভিযুক্ত ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির, মা মোসা. হাসি বেগম, ফয়সালের স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, ফয়সালের বান্ধবী মারিয়া আক্তার, তার শ্যালক ওয়াহিদ আহমেদ, রেন্ট-এ-কার ব্যবসায়ী মো. নুরুজ্জামান নোমানী, মোটরসাইকেলের মালিক মো. কবির। এছাড়া আমিনুল, সিবিয়ন দিও, সঞ্জয় চিসিম ও মো. ফয়সালকেও গ্রেপ্তার করা হয়।

নিজস্ব প্রতিবেদক