দেশে মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই : লেবার পার্টির চেয়ারম্যান
দেশে এখন মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। রাজধানীর পুরানা পল্টনে আজ রোববার (১০ ডিসেম্বর) দুপুরে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
ইরান বলেন, আওয়ামী লীগের বিগত ১৫ বছরের দুঃশাসনে দেশে মানবাধিকার, আইনের শাসন, ন্যায় বিচার কবরে। বাংলাদেশের এখন মানবাধিকার বলতে কিছু অবশিষ্ট নেই। এখন ঘরে থাকলে খুন আর বাইরে গেলে গুম। সরকার আইনশৃঙ্খলাবাহিনীকে ব্যবহার করে গুম-খুন, অপহরণ, হত্যা, হামলা-মামলা, নির্যাতন-নিপীড়ন করছে।
লেবার পার্টির চেয়ারম্যান বলেন, একতরফা নির্বাচনের তফসিল বাতিল করতে হবে। নির্বাচন কমিশন সংবিধানের দোহাই দিয়ে দেশকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। চলমান সংঘাতময় রাজনৈতিক পরিস্থিতিতে শেখ হাসিনার অধীনে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। বিএনপি, জামায়াতসহ দেশের প্রধান রাজনৈতিক দলগুলোকে বাইরে রেখে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। কারণ, জনগণ ভোটকেন্দ্রে যাবে না, নির্বাচনের নামে তামাশা জনগণ প্রতিহত করবে।
নগর সহসভাপতি নাসির উদ্দিনের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন ভাইস চেয়ারম্যান রামকৃষ্ণ সাহা, অ্যাডভোকেট জহুরা খাতুন জুঁই, ভারপ্রাপ্ত মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, যুগ্ম মহাসচিব আবদুর রহমান খোকন, মোহাম্মদ হেলাল উদ্দিন, মহিলাবিষয়ক সম্পাদিক নাসিমা নাজনিন সরকার, কেন্দ্রীয় সদস্য শওকত হোসেন, নগর সদস্য মো. লিটন, রবিউল ইসলাম, ছাত্রমিশন সভাপতি সৈয়দ মো. মিলন ও যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম প্রমুখ।