আবদুল মোমেন খানের মৃত্যুবার্ষিকীতে নরসিংদীতে শীতবস্ত্র বিতরণ
সাবেক ক্যাবিনেট সচিব, খাদ্যমন্ত্রী ও বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য মরহুম আবদুল মোমেন খানের ৩৯তম মৃত্যুবার্ষিকীতে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ ডিসেম্বর) মোমেন খানের নিজ এলাকা নরসিংদীর পলাশে এতিম শিশুদের শীতবস্ত্র দেওয়া হয়। এ ছাড়া খান ফাউন্ডেশনের পক্ষ থেকে মোমেন খানের সমাধিতে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আবদুল মোমেন খানের ছেলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান এনটিভি অনলাইনকে বলেন, ‘প্রতি বছরই বাবার মৃত্যুবার্ষিকীতে আমরা এ উদ্যোগ নিয়ে থাকি। পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়ে এবারও এতিম শিশুদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।’
আবদুল মঈন খান বলেন, ‘১৯১৯ সালের তৎকালীন ঢাকা জেলার কালীগঞ্জ থানার চরনগরদী গ্রামে জন্ম নেন আবদুল মোমেন খান। ওই এলাকা এখন নরসিংদী জেলার পলাশ থানার অন্তর্ভুক্ত। সত্তর ও আশির দশকে নরসিংদী মহকুমা জেলা ও পলাশ থানা প্রতিষ্ঠার জন্য তার অবদানই ছিল মুখ্য। স্বীকৃতি স্বরূপ এলাকাবাসীর কাছে তিনি আধুনিক নরসিংদীর রূপকার হিসেবে পরিচিত।’
১৯৮৪ সালের ১২ ডিসেম্বর মারা যান আবদুল মোমেন খান।