তারেক রহমানের একান্ত সচিব হলেন এ বি এম আব্দুস সাত্তার
বাংলাদেশ সরকারের সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।
আজ শনিবার (৩ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নিয়োগের কথা জানানো হয়।
এর আগে এ বি এম আব্দুস সাত্তার দীর্ঘকাল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। গত ২৮ ডিসেম্বর তিনি তারেক রহমানের পক্ষ থেকে ঢাকা-১৭ আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।

এনটিভি অনলাইন ডেস্ক