মালয়েশিয়া পাচারের সময় শিশুসহ ২৪ রোহিঙ্গা উদ্ধার

Looks like you've blocked notifications!

সাগরপথে মালয়েশিয়া পাচারের সময় কক্সবাজার জেলার টেকনাফের উপকূলীয় এলাকা থেকে নারী ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) মধ্যরাতে টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, টেকনাফের বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার পাহাড়ে বেশ কিছু অপরিচিত মানুষের আনাগোনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার-পাঁচজন কৌশলে পালিয়ে যায়। এ সময় পাহাড়ের ঝোপ-জঙ্গল থেকে ২৪ জন রোহিঙ্গাকে উদ্ধার করা হয়

উদ্ধারকৃত রোহিঙ্গারা জানায়, সাগরপথে ট্রলারযোগে মালয়েশিয়া পাচারের জন্য জড়ো করা হয়েছিল তাদের।