আ.লীগের প্রথম নির্বাচনি সমাবেশ সফল করতে প্রতিনিধি সভা
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা আগামী ২০ ডিসেম্বর সিলেটে নির্বাচনি সমাবেশের মধ্য দিয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রচারণা শুরু করবেন। তাঁর আগমন উপলক্ষে বিভাগীয় প্রতিনিধি সভা করেছে আওয়ামী লীগ।
আজ বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর একটি কনভেনশন হলে বিভাগের চার জেলার নেতাকর্মীদের উপস্থিতিতে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।
প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় ২০ ডিসেম্বর সিলেটের নির্বাচনি সমাবেশ সফল করতে বিভাগের প্রত্যেক সংসদ সদস্য পদপ্রার্থীকে ১০ হাজার নেতাকর্মী নিয়ে জনসভায় উপস্থিত হতে নির্দেশ দেন তিনি।
নৌকার বিজয় সুনিশ্চিত করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নানক বলেন, ৭১ সালে যারা পরাজিত হয়েছিল তারা এ দেশের উন্নয়ন সহ্য করতে পারছে না।
বিএনপি-জামায়াত বিশ্ব মোড়লদের একটি পক্ষ হিসেবে দাঁড় করিয়েছে মন্তব্য করে নানক বলেন, শতকরা ৬০ ভাগ ভোটারকে ভোটকেন্দ্রে আনতে নেতাকর্মীদের কাজ করতে হবে।
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, খালেদা জিয়া ও তারেক রহমান যত দিন বিএনপির নেতৃত্বে থাকবে তত দিন ক্ষমতায় যেতে পারবে না।
প্রতিনিধি সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, পরিকল্পনামন্ত্রী আব্দুল মান্নান, বনমন্ত্রী মো. সাহাবউদ্দিন, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আজিজুস সামাদ ডন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীসহ সিলেট বিভাগের বিভিন্ন নির্বাচনি আসনে দলীয় মনোনয়প্রাপ্ত নেতারা বক্তব্য দেন।