ময়মনসিংহে বিজয় দিবস উদযাপন
নগরীর পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শনিবার সকালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। ছবি : এনটিভি
যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহে উদযাপিত হচ্ছে মহান বিজয় দিবস। আজ শনিবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নগরীতে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়। পাটগুদাম মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে প্রথমে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত মহিলা আসনের এমপি মনিরা সুলতানা মনি।
পরে একে একে শ্রদ্ধা জানান সিটি করপোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া, পুলিশের রেঞ্জ ডিআইজি শাহ আবিদ হোসেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের নেতাসহ সর্বস্তরের জনগণ।
পরে রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে মনোজ্ঞ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এ ছাড়াও বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন ও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।

আইয়ুব আলী, ময়মনসিংহ