আ.লীগ-জাপার আসন সমঝোতা নিয়ে ধোঁয়াশা, আজ ফের বৈঠক
ঘনিয়ে আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। আগামীকাল রোববার (১৭ ডিসেম্বর) মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরই মধ্যে প্রার্থীরা প্রচারণায় নামতে প্রস্তুতি নিয়েছেন। তবে, আজও আওয়ামী লীগের সঙ্গে জাতীয় পার্টির আসন সমঝোতা নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা। এমন এক মুহূর্তে জানা গেছে, আজ শনিবার বিকেলে ফের বৈঠকে বসছে দুই দল। তবে, বৈঠকের বিষয় জানায়নি কোনো দল।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। আওয়ামী লীগের একটি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে আজ বিকেল ৫টার দিকে জাতীয় পার্টির সঙ্গে বৈঠকে বসবেন তারা। এর আগে গতকাল শুক্রবার দুই দলের নেতাদের বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করা, আসন সমঝোতাসহ নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে গণমাধ্যমে তথ্য নিশ্চিত করেছেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক। তবে, রাতে বৈঠক শেষে গণমাধ্যমে কোনো দলই আনুষ্ঠানিক মন্তব্য করেনি। আর আজকের বৈঠকের স্থান ও আলোচনার বিষয় এখনও পর্যন্ত স্পষ্ট করেনি তারা।