প্রার্থিতা ফেরত পেলেন ফটিকছড়ির স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী
চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন চেম্বার আদালত। একইসঙ্গে তাকে প্রতীক বরাদ্দ দিয়ে নির্বাচনের সুযোগ দিতে নির্দেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) হাইকোর্টের আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।
আদালতে রিয়াজ উদ্দিন চৌধুরীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. রেজাউল করিম।
গত ৩ ডিসেম্বর এক শতাংশ ভোটারের সমর্থন জটিলতায় চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনের স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর প্রার্থিতা বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা। নির্বাচন কমিশনও ওই সিদ্ধান্ত বহাল রাখেন। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরী। কিন্তু, গতকাল বুধবার (২০ ডিসেম্বর) তার রিট খারিজ করেন হাইকোর্ট। বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
পরে আজ হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম ফটিকছড়ির স্বতন্ত্রপ্রার্থী রিয়াজ উদ্দিন চৌধুরীর প্রার্থিতা ফিরিয়ে দেওয়ার আদেশ দেন।