অবরোধের সমর্থনে ছাত্রদলের লাঠি মিছিল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2023/12/24/mymen_oborod_satrodal_lathi_misil.pic_.jpg)
অবরোধের সমর্থনে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লাঠি মিছিল। ছবি : এনটিভি
ভাগভাটোয়ারার নির্বাচন বর্জন, চলমান অসহযোগ আন্দোলন সফল, সরকারের পদত্যাগ, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশব্যাপী সর্বাত্মক অবরোধের সমর্থনে লাঠি মিছিল করেছে ময়মনসিংহ মহানগর ছাত্রদল। আজ রোববার (২৪ ডিসেম্বর) দুপুরে এই লাঠি মিছিল করা হয়।
ময়মনসিংহ সিটির ২২ নং ওয়ার্ড এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও সড়কে মহানগর ছাত্রদলের সভাপতি নাইমুল করিম লুইন লাঠি মিছিলে নেতৃত্বে দেন।
মিছিলে আরও উপস্থিত ছিলেন ছাত্রদলকর্মী রুবেল, মুকুল, রিপন, অপু, মাসুদ, ফরহাদ ও রাহাত।
ছাত্রদল ছাড়াও বিএনপির সহযোগী সংগঠনের উদ্যোগে অবরোধের সমর্থনে মিছিল ও পিকেটিং করা হয়েছে বলে জানিয়েছে দলটি।
আজকের সকাল-সন্ধ্যা অবরোধে মহাসড়কে যান চলাচল ছিল কম। কিন্তু পণ্যবাহী ট্রাক-লড়ি ও ট্রেন চলচাল ছিল স্বাভাবিক।