ইসিকে লাল কার্ড দেখানো হবে : গণতন্ত্র মঞ্চ
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে গণতন্ত্র মঞ্চ। আগামী ৩০ ডিসেম্বর (শনিবার) এই কর্মসূচি পালন করবে দলটি। দিনটিতে জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ ও গণমিছিল করা হবে। পাশাপাশি নির্বাচন কমিশনকে (ইসি) লাল কার্ড দেখানো হবে।
ভোট বর্জনের আহ্বানে কাওরান বাজারের পেট্রোবাংলার সামনে গণতন্ত্র মঞ্চের গণসংযোগপূর্ব সমাবেশ আজ বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় এই কর্মসূচি ঘোষণা করা হয়।
গণসংযোগপূর্ব সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী ও গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জোনায়েদ সাকি। সমাবেশে বক্তব্য দেন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রীতম দাশ।
সমাবেশে সরকারবিরোধী জোটের নেতারা বলেন, সারাদেশ তুষের আগুনে পুড়ছে। চারদিকে বারুদের স্ফুলিঙ্গ যে কোনো সময় ফেটে পড়বে। আমাদেরকে পুলিশ বাঁধা দিয়েছে, হামলা করেছে। পুলিশ আমাদের নেতাদের মাটিতে ফেলে দিয়েছে। কিন্তু, আমরা আবার উঠে দাঁড়িয়েছি।
তারা আরও বলেন, সবার জন্য আওয়ামী লীগ একাই ইশতেহার দিয়েছে। সব দলের নেতৃত্ব নিজে নিয়েছে। রাজনৈতিক দল উনার (শেখ হাসিনা) পছন্দ না। উনার একটা দল থাকবে, বাকিরা হবে সহযোগী সংগঠন। সবাই উনার থেকে ভিক্ষার সিট নেবে। শেখ হাসিনা পুরো রাষ্ট্রকে তার পারিবারিক বিষয়ে পরিণত করেছে। আওয়ামী লীগের এই দম্ভ টিকবে না।
জনগণ নির্বাচন প্রত্যাখ্যান করেছে দাবি করে নেতারা বলেন, এসব খেলা জনগণকে রুখে দিতে হবে। দেশে ভাগ-বাটোয়ারার এই একতরফা নির্বাচন দেশকে ভয়াবহ বিপদে নিয়ে যাবে।