কিশোরগঞ্জে দুইদিনের রিমান্ডে বিএনপিনেতা শরীফুল
কিশোরগঞ্জে হত্যা, নাশকতা ও পুলিশের ওপর হামলা মামলায় বিএনপির কেন্দ্রিয় সহ সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমকে জিজ্ঞাসাবাদের জন্য দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার (৩১ ডিসেম্বর) দুপুরে জেলার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল মামুন এ আদেশ প্রদান করেন।
এর আগে আজ সকালে গ্রেপ্তার শরীফুল আলমকে আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৩১ অক্টোবর বিএনপির আহ্বানে অবরোধ চলাকালে কিশোরগঞ্জের কুলিয়ারচরে পুলিশের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। সংঘর্ষে দুজন নিহত হয় এবং পুলিশের ওসিসহ অনেকেই আহত হয়। কিশোরগঞ্জে দুটি ও কুলিয়ারচর থানায় দুটি করে পুলিশ দায়েরকৃত চারটি মামলায় গত ৫ নভেম্বর ভৈরব থেকে ডিবি পুলিশের একটি দল আটক করে ঢাকায় নিয়ে যায়। পরে ঢাকায় উত্তরা ও পল্টন থানায় পুলিশের ওপর হামলা ও নাশকতার অভিযোগে দুটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত কুলিয়ারচরের মামলায় দুদিনের রিমান্ড মঞ্জুর এবং কিশোরগঞ্জে ইউএনওর গাড়ি পোড়ানো মামলায় জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।

মারুফ আহমেদ, কিশোরগঞ্জ