নতুন বছরের বার্তা একটাই–নির্বাচন বর্জন করুন : ফারুক
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/01/01/jyynul_aabediin.jpg)
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, ‘আরও ছয় দিন সময় আছে, আরও কর্মসূচি দেবে বিএনপি। নতুন বছরের বার্তা একটাই। নির্বাচন বর্জন করুন, ঘরে থাকুন, ৭ তারিখের নির্বাচনে যাবেন না।’
আজ সোমবার (১ জানুয়ারি) সকালে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যালয়ের সামনে থেকে দুর্নীতি দমন কমিশন (দুদক) পর্যন্ত প্রহসনের নির্বাচন বর্জনসহ এক দফা দাবিতে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন জয়নাল আবদিন।
বিএনপির এই নেতা বলেন, ‘লিফলেট বিতরণ কর্মসূচির সপ্তম দিনে প্রমাণিত হয়েছে, বাংলাদেশের মানুষ অগ্রহণযোগ্য এই নির্বাচন ভোট বর্জনের মাধ্যমে প্রতিহত করবে।’
অবৈধ ভোট বর্জনের আহ্বান জানিয়ে জয়নাল আবদিন ফারুক বলেন, ‘বার্তা একটাই। বাংলাদেশের অবৈধ সরকারের অধীনে একদলীয় সরকারের অধীনে নির্বাচন বর্জনের যে আহ্বান বিএনপি ও সমমনা দলগুলো দিয়েছে, তার প্রতিফলন ও বাস্তবায়নের জন্য আমরা শপথ নিয়েছি।’
বিএনপির এই নেতা বলেন, ‘আগামী ৭ তারিখে ৬-৭ শতাংশের ভোটারের অংশগ্রহণে যে নির্বাচন হবে, জনগণক সেটিও গ্রহণ করবে না। ভোটকেন্দ্রে যাবে না। বর্জন করবে। বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এই অবৈধ নির্বাচন গ্রহণ করবে না।’
বিএনপির পক্ষ থেকে বিদেশি রাষ্ট্রদূত ও কূটনীতিকদের কাছে ভোট বর্জনের চিঠি দেওয়া হচ্ছে কি না? সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে বিএনপির সাবেক এই চিফ হুইপ বলেন, ‘বাংলাদেশে মানবাধিকার যেভাবে লঙ্ঘিত হচ্ছে। বারবারই বিএনপি এই বিষয়ে বিদেশি রাষ্ট্রদূত, জাতিসংঘসহ সব জায়গায়ই গণতান্ত্রিক ব্যবস্থা কায়েমের জন্য, নির্যাতন বন্ধের জন্য চিঠি দিচ্ছে। আর দিতেই পারে। যেহেতু আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য আন্দোলনে ও সংগ্রাম করে যাচ্ছি।’
জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।