ট্রেনে আগুনের ঘটনায় বিএনপিনেতা নবী উল্লাহ কারাগারে

Looks like you've blocked notifications!
বিএনপিনেতা মোহাম্মদ নবী উল্লাহ নবী। এনটিভির ফাইল ছবি

রাজধানীর গোপীবাগে আন্তনগর বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় গ্রেপ্তার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী উল্লাহ নবীকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু এ আদেশ দেন। 

জানা গেছে, আজ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম আসামি মোহাম্মদ নবী উল্লাহকে হাজির করে কারাগারে প্রেরণের আবেদন করেন। পরে সেই আবেদন মঞ্জুর করেন আদালত।

মামলার নথি থেকে জানা গেছে, গত শুক্রবার (৫ জানুয়ারি) দিনগত রাত ৯টার দিকে রাজধানীর গোপীবাগে যশোরের বেনাপোল থেকে ছেড়ে আসা ঢাকাগামী বেনাপোল এক্সপ্রেস ট্রেনটিতে চলন্ত অবস্থায় আগুন দেওয়া হয়। আগুনে দুই নারী, এক শিশুসহ অন্তত চারজনের মৃত্যু হয়েছে। দগ্ধ অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। তাদের কারও কারও অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পরে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিএনপিনেতা মোহাম্মদ নবী উল্লাহ নবীকে আটক করে পুলিশ। পরে তাঁকে যাত্রাবাড়ী থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। সেই রিমান্ড শেষ হলে আজ তাকে আদালতে হাজির করা হয়।