স্বাস্থ্যখাতের দুর্নীতির বিষয়ে জিরো টলারেন্স নীতি থাকবে : স্বাস্থ্যমন্ত্রী
সচিবালয়ে নিজ দপ্তরে যোগ দিয়ে নতুন গঠিত সরকারের স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডা. সামন্ত লাল সেন বলেছেন, ‘স্বাস্থ্য খাতের দুর্নীতির বিষয়ে আমার জিরো টলারেন্স নীতি থাকবে।’ আজ রোববার (১৪ জানুয়ারি) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ কথা বলেন নবনিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী।
এর আগে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মন্ত্রণালয়ের কর্মকর্তারা। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ডা. সামন্ত লাল সেন বলেন, ‘দেশের প্রান্তিক জনগোষ্ঠীকে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করব। এটা করতে পারলে ঢাকা শহরের হাসপাতালের ফ্লোরে শুয়ে আর চিকিৎসা নিতে হবে না। আমি প্রত্যেকটা হাসপাতালে যাওয়ার চেষ্টা করব। সমস্যাগুলো চিহ্নিত করার পর সমাধানে কর্মপরিকল্পনা হাতে নেব।’
মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্দেশে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আপনাদের সবার কাছেই অনুরোধ, এ মন্ত্রণালয়ে যারা কর্মকর্তা আছেন এবং যারা বাইরে আছেন, আপনারা যেকোনো সময় আমার অফিসে চলে আসবেন। আপনাদের জন্য আমার দরজায় কোনো প্রটোকল থাকবে না। আমি আগের মতোই থাকব, আমাকে একটু উপদেশ দেবেন। আপনাদের উপদেশ পেলে আমরা নির্ধারিতভাবে কাজ করতে পারব।’