নাশকতার মামলায় বিএনপিনেতা আমানসহ ৯৩ জনের বিচার শুরু

Looks like you've blocked notifications!
 বিএনপিনেতা আমান উল্লাহ আমান। ফাইল ছবি

রাজধানীর মতিঝিল থানার নাশকতার মামলায় বিএনপিনেতা আমান উল্লাহ আমানসহ ৯৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। 

আজ সোমবার (১৫ জানুয়ারি) ঢাকার এডিশনাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুল হক এই আদেশ দেন। এদিন বিচারক আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে অভিযোগ গঠনের আদেশ দেন। একই সঙ্গে বিচারক আগামী ২৮ ফেব্রুয়ারি সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন ধার্য করেছেন। 

মামলার অপর আসামিরা হলেন-বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান ও বিএনপিনেতা বরকতউল্লাহ বুলু, হাবিব-উন-নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি আজিজুল বারী হেলাল, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, রফিকুল আলম মজনু ও শরাফাত আলী শফু। 

নথি থেকে জানা গেছে, ২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে মামলাটি করেন মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মসিউল আজম। পরে ২০১৬ সালে বিএনপির ৯৩ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন একই থানার উপ-পরিদর্শক (এসআই) সালাউদ্দিন। এর আগে, ২০২৩ সালের ১০ সেপ্টেম্বর অবৈধ সম্পদের মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা আমানউল্লাহ আমানকে কারাগারে পাঠান আদালত। তিনি তখন থেকে কারাগারে আটক রয়েছেন। তবে আজকের অভিযোগ গঠনের মামলায় তিনি জামিনে রয়েছেন।