গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেলচালক নিহত
মুন্সীগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় মো. শাহ আলম (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল ৮টার দিকে সদরের সিপাহীপাড়া-দিঘীরপাড় সড়কেরে মদিনাবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় শুভ (২২) নামের একজন আহত হয়ে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত শাহ আলম নারায়ণগঞ্জের বন্দর এলাকার ইয়াছিনের ছেলে।
জানা গেছে, সকালে নারায়ণগঞ্জ থেকে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় আলদিবাজারে মাঠা খেতে যায় দুই বন্ধু শাহ আলম ও শুভ। ফেরার পথে বজ্রযোগিনী ইউনিয়নের মদিনাবাজার ডাকাততলা পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে গাছে ধাক্কা লাগে। এতে দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আহত শাহ আলমকে মৃত ঘোষণা করেন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শৈবাল বশাক জানান, দুর্ঘটনার পর একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। আহত আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ভর্তি করা হয়েছে।