বিপুল ইয়াবাসহ পাঁচ রোহিঙ্গা আটক
মুন্সীগঞ্জে পাঁচ রোহিঙ্গা নাগরিক আটক হয়েছেন। এ সময় তাঁদের কাছ থেকে জব্দ করা হয় আট হাজার পিস ইয়াবা। আজ মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের পেট্রল পাম্প এলাকা থেকে তাঁদের আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আটককৃতরা হলেন সালামত উল্লাহ (১৮), মো. আইয়াজ (৩২), জেসমিন নুর (২৬), আয়শা (২০) ও রোজিনা (১৮)। এরা সবাই কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প ২৪-এর অস্থায়ী বাসিন্দা।
জেলা ডিবি উপপরিদর্শক (এসআই) মো. রফিক এ তথ্য নিশ্চিত করে জানান, আটক রোহিঙ্গাদের সঙ্গে থাকা লাল এবং নীল রঙের শপিং ব্যাগে ৮০ পোটলা ইয়াবা এবং তাদের দুটি হাত ব্যাগে ৫৪টি কালো রঙের ইয়াবার পোটলা ও ২৭টি কমলা রঙের ইয়াবার পোটলা থেকে আট হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৪ লাখ ১৫ হাজার টাকা। ধারণা করা হচ্ছে, ইয়াবা পাচার করার উদ্দেশে তাঁরা মুন্সীগঞ্জে এসেছিলেন।
ডিবের এসআই আরও জানান, এ ঘটনায় মুন্সীগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।