পাসপোর্ট করতে গিয়ে রোহিঙ্গা যুবক আটক
নারায়ণগঞ্জের ফতুল্লার আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুয়া তথ্য ব্যবহার করে পাসপোর্ট নিতে আসা আজিজ খান নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। সোমবার (১ ডিসেম্বর) দুপুরে বায়োমেট্রিক যাচাইয়ের সময় তার পরিচয় গরমিল ধরা পড়লে অফিসের নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।
পাসপোর্ট অফিসের সূত্র থেকে জানা যায়, ওই যুবক নিজেকে হাফেজ পরিচয় দিয়ে ‘আব্দুল আজিজ’ নাম ব্যবহার করেন। পাসপোর্টের আবেদনে তার জন্ম তারিখ দেখানো হয়েছিল ২০০০ সালের ১০ জানুয়ারি। বাবার নাম উল্লেখ করেন হাজী নজিবুল্লাহ এবং মায়ের নাম শুকরা বেগম।
তবে, বায়োমেট্রিক মিলানোর সঙ্গে সঙ্গেই তার আসল পরিচয় শনাক্ত হয়। জানা যায়, তিনি আসলে রোহিঙ্গা শরণার্থী আজিজ খান এবং তিনি বাংলাদেশের নাগরিক নন।
রোহিঙ্গা তথ্য অনুযায়ী, আজিজ খানের প্রকৃত জন্ম তারিখ ২০০১ সালের ৫ জানুয়ারি। তিনি বাংলাদেশে প্রবেশ করেন ২০১৮ সালের ২ ফেব্রুয়ারি।
নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ-পরিচালক শামীম আহমেদ বলেন, ‘বায়োমেট্রিক যাচাইয়ে তার প্রকৃত পরিচয় শনাক্ত হওয়ার পরই আমরা তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করি। পাসপোর্ট একটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ নথি, এখানে কোনোভাবেই ভুয়া তথ্য গ্রহণযোগ্য নয়।’

কামরুল ইসলাম, নারায়ণগঞ্জ (সদর-সোনারগাঁ-বন্দর)