সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ড. মোশাররফ
উন্নত চিকিৎসার জন্য ফের সিঙ্গাপুর নেওয়া হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনকে। গতকাল রোববার (২১ জানুয়ারি) রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি। আজ সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় সিঙ্গাপুরে পৌঁছেছেন তিনি। এরপর তাকে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে নিউরো বিভাগে ভর্তি করা হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান আগেও বিষয়টি এনটিভি অনলাইনকে জানিয়েছেন। তিনি জানান, এর আগেও একই হাসপাতালে চিকিৎসা নিয়েছিলেন খন্দকার মোশাররফ।
খন্দকার মোশাররফের ছেলে ড. খন্দকার মারুফ হোসেন বলেন, আব্বার ব্রেইনের টিউমারের সমস্যা পুরোপুরি নিরসন হয়নি। এ ছাড়া নতুন করে নিউরো সংক্রান্ত জটিলতা দেখা দিয়েছে। এজন্য তাকে সিঙ্গাপুর নেওয়া হয়েছে।
গত বছরের ১৬ জুন রাতে অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় ড. খন্দকার মোশাররফকে। চিকিৎসকেরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার রিপোর্টে ব্রেইনের বাইরে ছোট্ট একটি টিউমারের অস্তিত্ব পান। এরপর উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। পরদিন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়। সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ওই বছরের ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন। এরপর ৫ ডিসেম্বর ফের অসুস্থ হয়ে পড়লে ৭৭ বছর বয়সী এই বিএনপির এই জ্যেষ্ঠ নেতাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।