লাইনের ওপর তার, মেট্রো ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ রেখে ফের সচল

Looks like you've blocked notifications!
মেট্রোরেলের ফাইল। ছবি ফোকাস বাংলা

রাজধানীর কারওয়ানবাজার এলাকায় মেট্রোরেলের বিদ্যুতের লাইনের ওপর পড়ে ডিশের তার। এতে মঙ্গলবার (২৩ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল রুটে বন্ধ রাখা হয় ট্রেন চলাচল। পরে সেই তার অপসারণের পর ফের সচল হয়। 

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এ তথ্য জানিয়েছে। তাদের তথ্য অনুযায়ী ১৮ মিনিটের মতো বন্ধ ছিল ট্রেন চলাচল। দুপুর ১২টা ২৮ মিনিট থেকে চলতে শুরু করে মেট্রোরেল। 

গত ২০ জানুয়ারি থেকে উত্তরা-মতিঝিল রুটে শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উত্তর উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে সকাল ৭টা ১০ মিনিট থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত ব্যস্ততম সময়ে দুটি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য (হেডওয়ে) ১০ মিনিট, সকাল ১১টা ৩১ মিনিট থেকে বিকেল ৪টা পর্যন্ত অফ পিক আওয়ারে হেডওয়ে ১২ মিনিট এবং বিকেল ৪টা এক মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ব্যস্ত সময়ে হেডওয়ে ১০ মিনিট।

বিশেষ নোটে ডিএমটিসিএল বলছে, উত্তরা মেট্রোরেল স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশে রুটে সকাল ৭টা ১০ মিনিটে ও সকাল ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশে ছেড়ে যাচ্ছে। মেট্রো ট্রেন দুটি সব মেট্রোরেল স্টেশনে থামে। এই মেট্রো ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি অথবা র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যায়।

মতিঝিল মেট্রোরেল স্টেশন হতে সকাল সাড়ে ৭টায় মেট্রো ট্রেন চলাচল করছে এবং রাত ৮টা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী থেমে থেমে মেট্রো ট্রেন চলাচল করছে। এই স্টেশন থেকে রাত ৮টা ১০ মিনিটে, রাত ৮টা ২০ মিনিটে, রাত সাড়ে ৮টা ও রাত ৮টা ৪০ মিনিটে চারটি মেট্রো ট্রেন উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন পর্যন্ত চলছে। 

টিকেট প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই মেট্রো ট্রেন চারটিতে শুধুমাত্র এমআরটি পাস অথবা র‌্যাপিড পাস ও ভ্রমণের দিন রাত পৌনে ৮টার আগে কেনা সিঙ্গেল জার্নি টিকিটধারী যাত্রীরা ভ্রমণ করতে পারছেন। রাত ৭টা ৪৫ মিনিটের পর সব টিকিট বিক্রয় অফিস ও টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়।