তৃতীয় লিঙ্গের শীতার্তরা পেলেন পুলিশ সুপারের কম্বল
পুলিশ সুপারের কম্বল পেয়ে খুশি হয়েছেন গোপালগঞ্জের তৃতীয় লিঙ্গের শীতার্ত মানুষ। আজ বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশ লাইনস মাঠে তৃতীয় লিঙ্গের মানুষদের ফুল দিয়ে বরণ করে নেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।
পরে ৩৫ জন তৃতীয় লিঙ্গের মানুষের হাতে কম্বল তুলে দেন পুলিশ সুপার আল-বেলী আফিফা।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল আলম, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশন) মো. শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনিচুর রহমানসহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তৃতীয় লিঙ্গের দলপতি পরি নিগার বলেন, ‘মানুষের চাওয়া-পাওয়া বড় কিছু না। বর্তমানে প্রচণ্ড শীতে পুলিশ সুপার আমাদের স্মরণ করেছেন, আমাদের ডেকেছেন এবং আপ্যায়ন করেছেন এর থেকে বড় চাওয়া-পাওয়া আর কিছু থাকে না। আমাদের কী দিয়েছেন—এটা বড় বিষয় নয়। তিনি আমাদের খোঁজখবর নিয়েছেন—সেটাই মানবিক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমি এটাই চাই, পুলিশ সুপার ম্যাডাম যত দিন আছে তত দিন আমাদের পাশে থাকুন আমাদের কেয়ার করুন।’
তৃতীয় লিঙ্গের দলের অপর লিডার সালমা বলেন, ‘আমাদের তৃতীয় লিঙ্গের মানুষদের যে কম্বল দেওয়া হয়েছে তাতে আমরা অনেক উচ্ছ্বসিত। বর্তমান সরকার আমাদের জন্য যা করেছে আমরা যা পেয়েছি, তা অনেক। সরকার আমাদের আগামীতে বাসস্থানসহ আরও অনেক সুযোগ-সুবিধা দিবে এই আশা করি।’
দলের সদস্য কালাম বলেন, ‘আমাদের গোপালগঞ্জের এসপি স্যার যে আমাদের মনে করছেন এই শীতে এটাই আমাদের কাছে অনেক কিছু।’