রাজধানীতে ২৩ ভরি স্বর্ণালঙ্কার উদ্ধার, একজন গ্রেপ্তার
রাজধানীতে চুরি হওয়া ২৩ ভরি স্বর্ণালঙ্কার ও ৫৬ ভরি রূপা উদ্ধারসহ রুবেল দাস নামের একজনকে গ্রেপ্তার করেছে বংশাল থানা পুলিশ। আজ সোমবার (২৯ জানুয়ারি) সকালে বংশালের হরিজন কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ সোমবার (২৯ জানুয়ারি) বিকেলে লালবাগ বিভাগের উপকমিশনার (অ্যাডিশনাল ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) জাফর হোসেন এনটিভি অনলাইনকে এ তথ্য জানান।
জাফর হোসেন বলেন, গত ২৩ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ২৪ জানুয়ারি সকাল পৌনে ১০টার মধ্যে বংশালের হরিজন কলোনির একটি বাসা থেকে স্বর্ণালঙ্কার ও টাকা চুরি হয়। এ ঘটনায় ২৬ জানুয়ারি বংশাল থানায় একটি মামলা হয়। মামলাটি তদন্তের সময় তথ্য ও প্রযুক্তির ভিত্তিতে অভিযুক্ত রুবেল দাসকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে রুবেল দাসকে গ্রেপ্তার করা হয়।
উদ্ধার স্বর্ণালঙ্কার বাদীর শ্বাশুড়ি নিজের বলে শনাক্ত করেন। গ্রেপ্তার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।