রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল, নেতাকর্মী আটকের অভিযোগ
রাজধানীতে বিএনপির কালো পতাকা মিছিল বাধাগ্রস্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় নেতাকর্মী আটকের ঘটনাও ঘটেছে বলে দাবি তাদের। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানকে পুলিশ তুলে নিলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তার ব্যক্তিগত নিরাপত্তার কারণ দেখিয়ে নেওয়া হয়েছিল দাবি পুলিশের।
আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) পূর্বঘোষিত কর্মসূচির আলোকে কালো পতাকা মিছিল করে বিএনপি। ঢাকা মহানগর উত্তরের মিরপুর ১২ বাসস্ট্যান্ড, শাহাজাদপুর সুবাস্তু টাওয়ার ও উত্তরা ১২ নং সেক্টরে অংশ নেওয়া দলের নেতাকর্মীরা জানান, সেখানে কালো পতাকা নিয়ে মিছিল করতে গেলে শুরুতেই বাধাগ্রস্ত হতে হয়েছে। এ সময় দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান দাবি করেন, ড. মঈন খানকে তুলে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাচ্ছে পুলিশ। যদিও বিষয়টি নিয়ে জানতে চাইলে ডিএমপির উত্তরা বিভাগের ডিসি বিষয়টি অস্বীকার করেন।
পরে উত্তরা পশ্চিম থানার পরিদর্শক পার্থপ্রতীম এনটিভি অনলাইনকে জানান, তাকে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণে পুলিশি হেফাজতে রাখা হয়েছিল। তবে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বাসার উদ্দেশে রওনা হয়েছেন।
বিএনপির নেতাকর্মীদের অভিযোগ, কালো পতাকা মিছিল করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য তাদের ঘিরে রাখে। মিরপুর থেকে নেতাকর্মীরা অভিযোগ করেন, সেখানে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের ওপর হঠাৎই চড়াও হন পুলিশ সদস্যরা। তাদের দাবি, সেখান থেকে ঢাকা মহানগর উত্তরের সদস্য (দপ্তর) জিয়াউর রহমানসহ অন্তত ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়।
এ ছাড়া উত্তরা ১২ নং সেক্টরের কবরস্থান সামনে থেকে এবং বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে বেশকিছু নেতাকর্মী তুলে নেওয়ার অভিযোগ উঠেছে।
শান্তিনগর মোড় থেকে কাকরাইল মোড় পর্যন্ত মিছিলের নেতৃত্বে ছিলেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ওই মিছিলে ছিলেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি জাকির হোসেন সিদ্দিকী, ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, সহসাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সাবেক সহসভাপতি তারেক উজ জামান, হুমায়ুন কবির, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য নাদিয়া পাঠান পাপন, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. তৌহিদুর রহমান আউয়াল, সহসাংগঠনিক সম্পাদক সাদেক মিয়া, সহসাংস্কৃতিক সম্পাদক জান্নাতুল নওরিন উর্মি, ঢাবি ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, যুগ্ম সম্পাদক রাজু আহমেদ, ঢাকা কলেজ ছাত্রদলের সহসভাপতি শাহাবুদ্দিন ইমন প্রমুখ।