বাঁধ নির্মাণের অনিয়ম, ৩ প্রকল্প সভাপতিকে জরিমানা
সুনামগঞ্জের তাহিরপুরে গুরমা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ও নির্মাণকাজের অনিয়মের অভিযোগ তিন প্রকল্প সভাপতিকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি এই জরিমানা করেন।
জরিমানা প্রদানকারীরা হলেন বর্ধিতগুরমা হাওরের ১৩ নম্বর প্রকল্পের সভাপতি খসরুল আলম পাঁচ হাজার, ১৪ নম্বর প্রকল্পের সভাপতি কামরুল আলম পাঁচ হাজার ও ১৫ নম্বর প্রকল্পের সভাপতি ফটিক মিয়া ৫০ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান রনি বলেন, বর্ধিত গুরমা হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে ধীরগতি ও নির্মাণকাজের অনিয়মের অভিযোগে অভিযুক্তরা স্বেচ্ছায় স্বীকারোক্তি দেওয়ায় তাদের তিনজনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।