তিন ইটভাটাকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা
মুন্সীগঞ্জের সিরাজদিখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনটি ইটভাটাকে ১৩ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর এ অভিযান চালায়।
পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে উপজেলার কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
এ সময় অতিমাত্রায় বায়ুদূষণের অভিযোগে খাজা ব্রিকসকে পাঁচ লাখ টাকা, সাজিদ ব্রিকসকে পাঁচ লাখ টাকা ও স্টার গ্রিন ব্রিকস কোম্পানিকে তিন লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনে ইটভাটা পরিচালনার জন্য মালিকদের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনায় সহযোগিতা করে মুন্সীগঞ্জ পরিবেশ অধিদপ্তর, পুলিশ ও ফায়ার সার্ভিস।
জেলা পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, দূষণ প্রতিরোধে ও পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।