মঈন খানের সঙ্গে দেখা হওয়ায় আমরা আনন্দিত : মার্কিন দূতাবাস

Looks like you've blocked notifications!
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি : ইউএস অ্যাম্বাসি

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বৈঠকের বিষয়ে ফেসবুক পেজে পোস্ট করেছে ঢাকার মার্কিন দূতাবাস। সেখানে বলা হয়েছে, বিএনপির মঈন খানের সঙ্গে দেখা হওয়ায় আমরা আনন্দিত।

এ বিষয়ে বিএনপির মিডিয়া উইং সদস্য শামসুদ্দিন দিদার এনটিভি অনলাইনকে সন্ধ্যায় বলেন, ‘আজ সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে বাংলাদেশের মার্কিন দূতাবাসে সৌজন্য এ সাক্ষাৎ হয়েছে। এর বেশি কিছু বলতে পারব না।’ 

পেজে মার্কিন দূতাবাস বলেছে, ‘ঢাকা দূতাবাস গণতন্ত্র, স্বচ্ছতা, সহনশীলতা, সুশাসন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। সব পক্ষের কথা শোনা গেলেই গণতন্ত্রের বিকাশ ঘটে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ডা. আব্দুল মঈন খানের সঙ্গে দেখা করে আনন্দিত।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বেশ দৌড়ঝাঁপ করেন পিটার হাস। সরকারি দলের শীর্ষ নেতা এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন তিনি। সবার উদ্দেশে গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলেন মার্কিন কূটনীতিক। তবে, পিটার হাসের এমন দৌড়ঝাঁপ ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচন শেষ হওয়ার পর এখন পর্যন্ত সরকারের একাধিক নতুন মন্ত্রীর সঙ্গেও বৈঠক করেছেন তিনি।