প্রতি জেলায় রেল পৌঁছে দেওয়া হবে : রেলমন্ত্রী
রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে বাংলাদেশের প্রতিটি জেলায় রেলসংযোগ ও রেল পৌঁছে দেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। এ লক্ষ্যে রেলের কোচ ও ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরও কিছু আমদানি হবে।’
আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা থেকে ট্রেনযোগে রাজবাড়ী স্টেশনে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন রেলমন্ত্রী।
জিল্লুল হাকিম বলেন, ‘রাজবাড়ীতে ১০৫ একর জায়গা নিয়ে একটি কারখানা করা হবে, যা সৈয়দপুরের কারখানার চেয়েও বড়। এখানে সব প্রকার মেরামত এবং বগি তৈরিও করা হবে।’
রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান, অতিরিক্ত পুলিশ সুপার মুকিত সরকার, রেলওয়ে স্টেশন তন্ময় কুমার দত্তসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।