দুই কিশোর গ্যাং গ্রুপের হামলায় কলেজছাত্র নিহত
ভোলার দৌলতখানে কিশোর গ্যাং মাহিদ গ্রুপের হামলায় রাব্বি (২২) নামের এক কলেজছাত্র মারা গেছেন। আজ শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় হামলাকারী মাহিদের বাবা মহিউদ্দীনকে আটক করেছে দৌলতখান থানা পুলিশ।
জানা গেছে, দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে সিনিয়ার-জুনিয়র বিষয়ে কথা কাটাকাটির জেরে কলেজছাত্র রাব্বিকে পিটিয়ে আহত করা হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর শহরের উত্তর মাথা ও চকবাজার এলাকায় দফায় দফায় দুই কিশোর গ্যাং গ্রুপের মধ্যে মারপিটের ঘটনা ঘটে ।
নিহত কলেজছাত্র রাব্বি পৌরসভার ৩ নং ওয়ার্ডের জামালের ছেলে। সপ্তম শ্রেণিতে পড়ুয়া মাহিদ ও অষ্টম শ্রেণিতে পড়ুয়া নিহত রাব্বির ছোট ভাই রাজিবের বন্ধুর সঙ্গে মাহিদের সিনিয়ার-জুনিয়র নিয়ে কথা কাটাকাটি ও মারপিট হয়। এ সময় মাহিদের বাবা মহিউদ্দিন সবাইকে ডেকে নিয়ে শাসিয়ে দেন। পরে রাজিব চকবাজার গেলে মাহিদ গ্রুপ তাকে ধাওয়া দেয়। এ সময় রাজিব পৌর শহরের উত্তর মাথায় এলে পুনরায় রাজিবকে মারধর করে। পরে সে তার ভাই রাব্বিকে ফোন করে আনে। এ সময় রাব্বিকে পেছন থেকে মাথায় এলোপাথারীভাবে আঘাত করে মাহিদ গ্রুপের সদস্যরা। এ সময় রাব্বি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দৌলতখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে দ্রুত ভোলা সদর হাসপাতালে পাঠান। পরে ভোলা সদর হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
দৌলতখান থানার উপপরিদর্শক (এসআই) বেলায়েত হোসেন জানান, নিহত রাব্বির মরদেহ উদ্ধার করে ভোলে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মাহিদের বাবা মহিউদ্দীনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।