কারামুক্ত বিএনপিনেতা শরিফুলের বাসভবনে ড. মঈন খান
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/02/25/bienpi-netaa-chbi.jpg)
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান আজ রোববার দলটির সদ্য কারামুক্ত নেতা মো. শরিফুল আলমের বাসায় তার খোঁজখবর নিতে যান। ছবি : বিএনপি মিডিয়া সেল
সদ্য কারামুক্ত বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরিফুল আলমের বাসায় তার খোঁজখবর নিতে গিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
আজ রোববার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীতে শরিফুল আলমের উত্তরার বাসায় যান ড. মঈন খান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সদ্য কারামুক্ত নেতাদের বাসায় গিয়ে তাদের সার্বিক খোঁজ খবর নিচ্ছেন স্থায়ী কমিটির সদস্যরা। আজকে তারই ধারাবাহিকতায় ড. আব্দুল মঈন খান শরিফুল আলমের বাসায় গিয়ে তার সার্বিক খোঁজখবর নেন।