বিডিআর বিদ্রোহে যুক্ত ছিল বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
পিলখানা হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি জড়িত ছিল বলে দাবি করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। গতকাল সোমবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর মিন্টু রোডে নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সরকারের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের ভালো আলোচনা হয়েছে। তারা (মার্কিন প্রতিনিধি দল) কাদের সঙ্গে দেখা করেছে এগুলো নিয়ে আমরা মাথা ঘামাতে চাই না। হয়তো অন্যরা দেখা করতে চাওয়ায় প্রতিনিধি দল দেখা করেছেন। ভবিষ্যতে দেখতে পাবেন যে, সব ঘরনার মানুষের সঙ্গে তারা বসবেন।’
আরও পড়ুন : যে ৫৭ সেনা কর্মকর্তা হারিয়েছিল জাতি
অপর প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘নির্বাচন প্রতিহত করতে না পেরে বিএনপিনেতারা খেই হারিয়ে ফেলেছে। পিলখানা হত্যাকাণ্ডের দিনের বেগম জিয়ার কল রেকর্ড সরকারের আছে। কতবার তিনি লন্ডনে কথা বলেছেন সে হিসাব সরকারের কাছে আছে। সুতরাং, এ ঘটনার পেছনে বিএনপি যে ওতোপ্রোতভাবে যুক্ত, ষড়যন্ত্র যে তারাই করেছে এটি স্পষ্ট।’
‘বিএনপিনেতা রুহুল কবির রিজভীর বক্তব্যকে পাগলের প্রলাপ’ উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন একটি সুন্দর নির্বাচন হয়ে গেল, পুরো পৃথিবী যখন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানালে, তখন বিএনপি আসলে তাদের খেই হারিয়ে ফেলেছে। এ ধরনের কথা বলে বিএনপি তাদের অস্তিত্ব জানান দেওয়ার চেষ্টা করে মাত্র।’