জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ

Looks like you've blocked notifications!
ফাইল ছবি

ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ শনিবার (২ মার্চ)। ১৯৭১ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সেদিন বাংলাদেশের বাতাসে সবুজের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত পতাকা উড়েছিল। এর মাধ্যমে বিশ্বদরবারে লাল-সবুজের পতাকা স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে আছে।

১৯৭১ সালের অগ্নিঝরা মার্চের আজকের দিনে এক ছাত্র সমাবেশে তৎকালীন ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করেন। পরদিন ৩ মার্চ বঙ্গবন্ধুর উপস্থিতিতে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করেন ছাত্রনেতা শাজাহান সিরাজ। এরপর ২৩ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ধানমণ্ডির নিজ বাসভবনে প্রথম নিজ হাতে জাতীয় পতাকা উত্তোলন করেন।

মুক্তিযুদ্ধের সময় ১৭ এপ্রিল মেহেরপুরে বর্তমান মুজিবনগরের আম্রকাননে জাতীয় পতাকা উত্তোলনের সময় সর্বপ্রথম জাতীয় সংগীত পরিবেশন করা হয়। একই বছরের ১৮ এপ্রিল সর্বপ্রথম বিদেশের মাটিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়। ভারতের কলকাতায় বাংলাদেশ মিশনে এ পতাকা ওড়ানো হয়।

প্রথমে জাতীয় পতাকাটি ছিল সবুজ জমিনের ওপর লাল বৃত্তের মাঝখানে সোনালি মানচিত্র খচিত। ১৯৭২ সালের ১২ জানুয়ারি পতাকা থেকে মানচিত্রটি সরিয়ে ফেলা হয়। বাংলাদেশের জাতীয় পতাকাটি ১৯৭২ সালের ১৭ জানুয়ারি রাষ্ট্রীয়ভাবে গ্রহণ করা হয়।