আইএমইআই নম্বর মিলিয়ে খুঁজে নিন চুরি যাওয়া আপনার মুঠোফোন কোনটি

Looks like you've blocked notifications!
ডিএমপি নিউজে প্রকাশিত প্রতিবেদন থেকে নেওয়া ছবি

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কোতয়ালি থানা পুলিশ সতেরোটি চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে। উদ্ধারকৃত মোবাইল ফোনগুলোর মধ্যে আপনার হারানো ফোনটি খুঁজে পেতে মিলিয়ে নিন আইএমইআই নম্বর। খবর ডিএমপি নিউজের।

আজ শনিবার (২ মার্চ) প্রকাশিত এক প্রতিবেদনে ডিএমপি নিউজ বলছে, আপনার হারানো মোবাইল ফোনটির সন্ধান পেতে ডিএমপির কোতয়ালি থানার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) জাহিদুল ইসলাম (০১৭২৭-০২৮১৬৮), ডিউটি অফিসার (০১৩২০-০৩৯৮১৬) বা অফিসার ইনচার্জ (০১৩২০-০৩৯৮০৯) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।

আইএমইআই নম্বর দেখে মিলিয়ে নিন আপনার কোনটি–

১। realme- IMEI- 860401061570759

২। SUMSUNG- IMEI- 359624108167580

৩। OPPO- IMEI- 867984041497352

৪।LAVA RI- IMEI- 358461075783540

৫। SAMPHONY 1120- IMEI-358933090463803

৬। VIVO নিল রংয়ের একটি

৭। itel তিনটি বাটন সেট

৮। winstar তিনটি বাটন সেট

৯। WALTON দুইটি বাটন সেট

১০। NOKIA দুইটি বাটন সেট

১১। GLONEE একটি বাটন সেট