পদ্মা অয়েলের পরিচালকের মায়ের ইন্তেকাল
ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশস এইচএসসি’৯৬-এর সভাপতি, বাংলাদশে ছাত্রলীগের সাবেক সহসভাপতি, পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পরিচালক ও মাইন্ডল্যাবজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সুজাদুর রহমানের মা মমতাজ রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল রোববার (৩ মার্চ) রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
মরহুমার নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর মাদারীপুরের শিবচরের মানিকপুর গ্রামে নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে। এতে সবাইকে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হয়েছে।
মমতাজ রহমান মৃত্যুকালে চার ছেলে, তিন মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।