বনানীতে আগুন, অল্পতেই নিয়ন্ত্রণে আনল ফায়ার সার্ভিস
রাজধানীর বনানীতে একটি নির্মাণাধীন ভবনে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
আজ বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর ২টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা ইসলামকে অগ্নিকাণ্ডের তথ্য নিশ্চিত করেছেন।
রোজিনা ইসলাম জানান, দুপুর ২টা ৪০ মিনিটের দিকে আমরা আগুন লাগার খবর পাই। পরে মহাখালী থেকে আমাদের টহল গাড়িতে করে ফায়ার সার্ভিসের সদস্যরা ২টা ৫৩ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
এই কর্মকর্তা জানান, ভবনটি নির্মাণাধীন। সেখানে আগুন মূলত ময়লা-আবর্জনার স্থানে লেগেছিল। আমাদের কর্মীরা গিয়েই আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।