টঙ্গীর আগুনে দগ্ধ আরেক ফায়ার ফাইটারের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে কেমিক্যাল গুদামের অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ নুরুল হুদা নামে আরেক ফায়ার ফাইটার মারা গেছেন। এ নিয়ে দুজন ফায়ার ফাইটারের মৃত্যু হলো।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুর ২টা ৪০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তিনি মারা যান।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে কর্তব্যরত ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত ফায়ার ফাইটার নুরুল হুদার গ্রামের বাড়ি ময়মনসিংহের গফরগাঁওয়ে। তিনি ২০০৭ সালে চাকরিতে যোগ দেন।
চিকিৎসকরা জানান, আহত নুরুল হুদাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানেই তিনি মারা গেছেন। কেমিক্যাল কারখানার অগ্নিকাণ্ডে তার শরীরের ১০০ শতাংশ দগ্ধ হয়।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) বিকেলে টঙ্গী বিসিক শিল্প নগরীর সাহারা মার্কেটে কেমিক্যাল গোডাউনে বিস্ফোরণের ঘটনায় ফায়ার সার্ভিসের চারজন দগ্ধ হন। তাদের দুজনের শরীরের ১০০ শতাংশ এবং অপর একজনের ৪২ শতাংশ দগ্ধ ও একজনের পাঁচ শতাংশ দগ্ধ হয়।
দুজন ফায়ার সার্ভিসকর্মী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।