১১০ দিন পর কারামুক্ত বিএনপিনেতা অ্যাডভোকেট দুলাল
দিনাজপুর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল। ১১০ দিন কারাভোগের পর আজ রোববার (১০ মার্চ) দুপুরে জেলা কারাগার থেকে বেরিয়ে আসেন তিনি।
এরপর কারাগার থেকে জেলা বিএনপির কার্যালয় আসেন এই বিএনপিনেতা। সেখানে তিনি শুভেচ্ছা বিনিময় করেন নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে।
এ সময় অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল বিএনপির চলমান আন্দোলন চালিয়ে যাওয়ার অনুরোধ জানান নেতাকর্মী ও সমর্থকদের প্রতি।
এ সময় দলীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ (কচি), সিনিয়র সহসভাপতি মোকারম হোসেন, সহসভাপতি মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, আমিনুল ইসলাম (মুন্না), আনিসুর রহমান (বাদশা), দপ্তর সম্পাদক মো. আখতারুজ্জামান, প্রচার সম্পাদক বাবু চৌধুরীসহ জেলা ছাত্রদলের সভাপতি রেজাউর রহমান (রেজা), যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ প্রমুখ।
এর আগে মোফাজ্জল হোসেন দুলাল গত ৪ মার্চ (সোমবার) ঢাকার একটি মামলায় জামিন পান।
গত বুধবার (৬ মার্চ) দিনাজপুর জেলা ও দায়রা জজ মো. জাবিদ হোসেন অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে জামিন দেন।
গত বছরের ২৯ অক্টোবর সকালে দলীয় কর্মসূচি পালন শেষে জেল রোডে দলীয় কার্যালয় থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে জেনারেল হাসপাতাল মোড় থেকে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে গ্রেপ্তার করা হয়। গত ১৭ সেপ্টেম্বর বিকেল ৪টায় দিনাজপুর-দশমাইল মহাসড়কে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে রাস্তা অবরোধ ও যানবাহন ভাঙচুরের অভিযোগে পুলিশের করা নাশকতার মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। এছাড়া গত বছরের ২৮ অক্টোবর ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে উদ্ভূত ঘটনায় দায়ের করা মামলায়ও অ্যাডভোকেট মোফাজল হোসেন দুলালকে সন্দেহভাজন আসামি করা হয়। গত সোমবার ওই মামলায় ঢাকা মহানগর ২য় অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক, অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলালকে জামিন দেন।