ধোঁয়ায় আচ্ছন্ন হাতিরপুলের ভবন, ভাঙতে হচ্ছে দেওয়াল

Looks like you've blocked notifications!
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে আজ বৃহস্পতিবার অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিসের কার্যক্রম। ছবি : ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও থেকে নেওয়া

রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে আগুন লাগা ছয়তলা ভবনে চলছে নিয়ন্ত্রণের কাজ। একইসঙ্গে চলছে উদ্ধার অভিযান। আগুন নিয়ন্ত্রণে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। এরইমধ্যে ভবনের ছাদ থেকে উদ্ধার করা হয়েছে চারজনকে। 

আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৮টা ৪৫ মিনিটের দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত এসব তথ্য জানা গেছে। ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম এসবের পাশাপাশি আরও জানান, ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। বাইরের দিকে জানালা না থাকায় কোথাও কোথাও দেওয়াল ভেঙে কাজ পরিচালনা করা হচ্ছে।

এক প্রশ্নে আনোয়ারুল ইসলাম বলেন, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে নিয়ন্ত্রণ ও নির্বাপণের ঘোষণা দেওয়া যাচ্ছে না।

এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাতের খবর পাওয়া যায়। ভবনে একটি কার্পেটের গুদামে আগুন লেগেছে।