হাতিরপুলের ভবনে আগুন সম্পূর্ণ নির্বাপিত : ফায়ার সার্ভিস
রাজধানীর হাতিরপুল কাঁচাবাজারে ছয়তলা ভবনে লাগা আগুন নির্বাপণ করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। আজ বৃহস্পতিবার (১৪ মার্চ) রাত ৯টা ৪৫ মিনিটে আগুন নির্বাপণ করে তারা। এতে কাজ করেছে তাদের সাতটি ইউনিট। এ সময়ে ভবনের ছাদ থেকে উদ্ধার করে চারজনকে।
রাতে এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানায় তারা। পরে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ এনটিভি অনলাইনকে বলেন, ৮টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এরপর পৌনে ১০টায় আগুন নির্বাপণ করা হয়। আমাদের সব ইউনিট ঘটনাস্থল থেকে ফিরে এসেছে। যদিও এর আগে রাত ৮টা ৪৫ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের সদস্য ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়া। বাইরের দিকে জানালা না থাকায় কোথাও কোথাও দেওয়াল ভেঙে কাজ পরিচালনা করা হচ্ছে। সম্পূর্ণ নিশ্চিত না হয়ে নিয়ন্ত্রণ ও নির্বাপণের ঘোষণা দেওয়া যাচ্ছে না।
এর আগে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের অফিসার তালহা বিন জসিম জানান, সন্ধ্যা ৬টার দিকে এ আগুনের সূত্রপাতের খবর পাওয়া যায়। ভবনে একটি কার্পেটের গুদামে আগুন লেগেছে।