চুয়াডাঙ্গায় বাসচাপায় প্রতিবন্ধী কিশোর নিহত
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী গ্রামে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে নুরনবী (১৭) নামে এক প্রতিবন্ধী কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (১৫ মার্চ) বিকেল পৌনে ৫টার দিকে জীবননগর উপজেলার উথলী গ্রামের আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুরনবী একই উপজেলার সিংনগর গ্রামের মসজিদপাড়ার হাসেম আলীর ছেলে।
এ ঘটনার পর উত্তেজিত জনতা ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
খবর পেয়ে জীবননগর থানা পুলিশ এবং জীবননগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রায় ২ ঘণ্টা পর সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
প্রতক্ষদর্শীরা জানায়, সিংনগর গ্রামের প্রতিবন্ধী নুরনবী বাইসাইকেলযোগে বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ি থেকে বের হয়ে উথলী বাসস্ট্যান্ডে যাচ্ছিল। সে পৌনে ৫টার দিকে উথলী আমতলা নামক স্থানে প্রধান সড়কে উঠলে জীবননগর থেকে ছেড়ে আসা চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী বাস খাতুন এন্টারপ্রাইজ (ঢাকা মেট্রো-ব-২৪০৮) তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে বাইসাইকেল থেকে ছিটকে পাকা রস্তার উপর পড়ে। এরপর বাসের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবিদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।